Posts

রমজানে সাহরির আগে সাধানরত ঘুমাই না, আজ একটু ঘুম দিলাম। তাও খুব বেশি না। ঘন্টা বা দের ঘন্টার জন্য। ঘুম থেকে উঠে মাইন্ড ঠিকমত কাজ করছিল না। কাচা ঘুম থেকে উঠলে যা হয়। উঠেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম। হঠাৎ মনে করছিলাম আমরা যখন ঘুমাই তখন আত্মা আল্লাহর কাছে চলে যায় তারপর যারা ঘুম থেকে আবার জিবিত হয়ে জেগে উঠবে তাদের আত্মা আল্লাহ ফিরিয়ে দেন আর ঘুমের ভিতর যাদের মৃত্যু হবে তাদের আত্মা আর ফিরিয়ে দেন না। আমরা কতজন মানুষ এই বিষয়টা বাস্তবিকভাবে উপলব্ধি করি? খুবই কম মানুষ। আগামীকাল কিম্বা আগামী ঘন্টা এমনকি আগামী কয়েক সেকেন্ড পর আর জিবিত থাকব কিনা জানিনা তবুও আমরা সবাই ঘুম থেকে উঠার জন্য ঘরিতে-মোবাইলে সংকেত দিয়ে রাখি। কেউ কেউ আবার মোবাইলে গান শুনতে শুনতে ঘুমাতে যায়। একটা হারাম কাজ করতে করতে বিদায় নেয়। কিন্তু এটুকু চিন্তা করে না যে আমি হয়ত আর জেগে উঠবো না। এই ঘুমই হয়ত আমার জিবনের শেষ ঘুম।  Note:  বলে রাখি আমি কিন্তু শুধু মাত্র মুসলিম ভাই-বোনদের কে নিয়ে কথা বলছি। বাকিরা যারা সিলেবাসের বাইরে তাদের কি অবস্থা তা আপাতত আমার কথার বিষয় বস্তুর ভিতরে পরে না।  
Recent posts